Featured Posts

Tuesday, June 9, 2015

শব্দালঙ্কার

প্রতিটি ভাষাই হওয়া উচিৎ অলঙ্কৃত , এবং একটি ভাষাতে বৈচিত্র্য আসেও ঠিক সেভাবেই । বাংলাভাষার বৈচিত্রময়তা তার প্রতিটি পদক্ষেপে সমানভাবে লক্ষ্যণীয় । যেখানে এ ভাষার বয়স অন্যান্য প্রভাবশালী ভাষার তুলনায় অনেক হিসাব পেছনে , সেখানে এই ভাষারই সাহিত্য বৈচিত্র্য তুলনামূলক অনেক অনেক অগ্রগামী ।


বাংলাভাষার কবিতায় অলঙ্কারের মাধুর্যতা একের পর এক এ…


এর মধ্যে শব্দালঙ্কারকে সাধারনভাবে পাঁচ ভাগে ভাগ কর…


১) অনুপ্রাস

২) যমক

৩) শ্লেষ

৪) বক্রোক্তি

৫) পুনরুক্ত বদ্যভাস


এছাড়াও আরেক ধরনের শব্দালঙ্কারকে অনেকে গণনা করে থাক…


৬) ধ্বন্যুক্তি

১) অনুপ্রাসঃ


একই ধ্বনি বারবার আসাকে বলা হয়ে থাকে অনুপ্রাস । যেম…


কাকী কী কাঁদে ,


কুট্টি কাকা কুশলে -


কুঁচকে কাশে !


এখানে "ক" ধ্বনির অনুপ্রাস ঘটেছে , এবং বারবার একই ধ…


আবার আরেকটি উদাহরণ দেখা যাক -


ছল করে বল দেখি ;


কোন গাছে থাকে নেকি ,


চোখ বড় , নাক কাটা -


পেত্নী ।


আন দেখি কান ধরে ,


চড় দেব এত জোড়ে ,


ভেঙে যাবে গালে থাকা -


থুতনি ।


উপরের দুটি স্তবকের মধ্যে যদি আলাদা গণনা হয় তবে প্র…


যদি দুটিকে একই সাথে গণনা করা হয় তবে "কাটা" এর সাথে…


আবার "দেখি" আর "নেকি" এবং "ধরে" আর "জোরে" এর মধ্যে…


তবে যেহেতু "কাটা" ও "থাকা" এর অবস্থান স্তবকের অন্…


আবার যদি একেবারে সত্যিকার অর্থেই বৃত্ত‌্যনুপ্রাস ব…


(চলবে)


২) যমকের আলোচনা করার আগে "যমক" সম্পর্কে কিছু কথা বলে রাখা উত্তম ।


সাধারনত একই শব্দ যখন কবিতায় ব্যবহৃত হয় অথচ তাদের অ…


মানেটা সোজা শব্দ বার বার বসবে তবে অর্থ থাকবে আলাদা…


##কিছুটা মৃদু কিছুটা লতা##


তার বাড়ির নারকেল গাছে ,


কি অনেক অনেক ডাব ছিলো ?


সেই সুবাদে কী মৃদুর রসে !


ক্ষণে ক্ষণে সে হায় ডাবছিলো ।


হয়ত অনেক লতারা আছে ,


যারা তিলে তিলে কী পুরছিলো !


তাদেরই তিল যে গেল ধসে ,


ডাবের পাশে - কালো কাক ছিলো ।


কাকের ডিমের কুসুম আছে ,


কুসুমটা তখন কাঁদছিলো ।


তাই দেখে বুঝি বাড়ির পাশে ,


কুসুমটা ভীষণ কাঁদছিলো ।


এ কবিতায় খুব ছল আছে ,


সে ছলে অনেকটা ভাবছিলো ;


সেই ভাবেতে আজ মুদৃ ভাসে ,


সে লতাগুলো নিয়ে ভাব ছিলো ।


এখন কি আর লতারা আছে ?


কী পাঁপড়ি পাঁপড়ি চাপ ছিলো !


ফুলটা যে ভীষণ নষ্টে হাসে ,


গাছের গোড়াতে কি চাপছিলো ?


http://www.bangla-kobita.com/786/post2014062512291…


এ কবিতায় প্রথমদিকে "ডাবছিলো" দু'বার এসেছে , অবশ্যই…


একই উদাহরন খেয়াল করুন , "ভাবছিলো" , "চাপছিল" ; কিন…


আবার দেখুন , দশম এবং বারতম চরনে "কুসুমটা" শব্দ দু'…


(চলবে)


৩) শ্লেষঃ একই শব্দ যখন একাধিক অর্থের প্রকাশ ঘটায় তখনকার অবস্থাকে বলা হয় শ্লেষ ।


তবে শ্লেষ বলতে আমি যা বুঝি তা হল , একটি শব্দ কোন ঘ…


>>এক ব্যক্তি তার বন্ধুকে তাদের বাড়ির আশ্রিত ঘরজামা…


তাতে উত্তর এলো - "কি আর বলবো , জেলে আছে !"


এখানে "জেলে আছে" শব্দটির একাধিক অর্থ হতে পারে । য…


আবার ধরুন -


"এ পিরিতের নাম “বৃক্ষজ্বালা”,


যেখানে খনার বচন অতীত । "


এখানে "পিরিত" শব্দটি একাধিক অর্থ প্রকাশ করে । প্রথ…


৪) শ্লেষ বুঝেছেন তো !


তবে বেশ করেছেন । কারন বাবা বক্রোক্তি শ্লেষের বড়ভা…


শ্লেষ হয় শব্দে আর বক্রোক্তি ঘটে শব্দের আধারে মানে…


অর্থাৎ , একটি পূর্ণ বাক্যই যখন একাধিক অর্থ প্রকাশ …


বক্রোক্তি -র ক্ষেত্রে আমি তেমন কোন প্রায়গিক উদাহর…


তারুণ্যে প্রকাশিত আমার একটি রম্যগল্প "খানা - খন্দে…


"- ভাবি আজ যা রান্না করলেননা , উফ লা জাওয়াব !


ঘোমটার ভেরত থেকেই লজ্জা পেয়ে উত্তর দিল মোস্তাফিজে…


এখানে "মোস্তাফিজের বৌ" ঠিকই বুঝেছে "লা জাওয়াব" বল…


(চলবে)


৫) "পুনরুক্ত বদ্যভাস" এর কথাটা একটু মজার, আবার একটু তিতাও।


ব্যাকরন মতে একই অর্থবোধক শব্দ যখন পাশাপাশি বসে তখন…


তাহলে কি এটি "দ্বিরুক্ত শব্দ", যেমন- রাশি রাশি , হ…


কারন এরাও একই অর্থ প্রকাশক এবং পাশাপাশি অবস্থানে আ…


এক কথায় না! কারন "দ্বিরুক্ত শব্দ" ব্যবহৃত হয়ে অর্থ…


তবে একটি উদাহরন হোকঃ


"তাদের দিকে কেবলা হলো আমার অতীতেরা"


এখানে "দিক" আর "কেবলা" একই অর্থ প্রকাশক তবে এখানে …


৬)ধ্বন্যুক্তিঃসাধারনত অনুকার শব্দের প্রয়োগকেই বলা …


এই শাখাটি নিয়ে ব্যাকরনবিদের মতে হাজার মতভেদ রয়েছে …


ব্যক্তিগতভাবে আমি মনে করি বিশ্বের সকল ভাষার তুলনায়…


কিড়মিড়


খকখক


গরগর


ঘটঘট


চকচক


ছ্যাঁকছ্যাক


জ্যাবজ্যাব


ঝকঝক


টনটন


ঠকঠক


ডিগডিগে


ঢকঢক


তড়তড়


থকথক


দগদগে


ধকধক


নড়নড়


পিলপিল


ফটফট


বকবক


ভনভন


মচমচ


রিনিঝিনি


লটপট


সুরসুর


হটহট


(শব্দালঙ্কার পর্ব সমাপ্ত)


কবিতার অলঙ্কার বলতে সাধারনত শব্দ আর ভাবের খেলাই বোঝায়, যা কবির কলমের প্রতিটি পরতে পরতে জীবন লাভ করে এবং সাহিত্যের এই বিশেষ ধারাকে করে তোলে আরো সজীব ও প্রাঞ্জল ।


কবিতায় ভাব খেলা করে শব্দের গাঁথুনির মাধ্যমে । সেই …


অলঙ্কারে সবচেয়ে বিশাল আলোচ্য বিষয় হচ্ছে এই "অর্থাল…


আমি কোন ব্যাকরনবিদ নই এবং ব্যাকরন লিখতেও বসিনি, বর…


কবিতার ভাবের খেলায় বা অর্থালঙ্কারে সাধারনত পাচঁটি …


১. সাদৃশ্য, ২. বিরোধ, ৩. শৃঙ্খলা, ৪. ন্যায়, এবং ৫.…


১. সাদৃশ্যঃ অর্থালঙ্কারের এই পর্যায়ে কোন কিছুকে অন…


২. বিরোধঃ এ পর্যায়ে ভাবের বিরোধ খোজা হয়ে থাকে । সে…


৩. শৃঙ্খলাঃ কবিতার ভাবে যদি কারন, কাজ পর্যায়ক্রমে …


আবার একই শব্দ যখন বিভিন্ন "পদ" হিসেবে আসে তখন তা "…


( ভাবের খেলায় কী মজার শৃঙ্খল!! )


৪. ন্যায়ঃ অর্থালঙ্কারের ন্যায় খোজা মানে কবিতার ভাব…


৫. গূঢ়ার্থঃ সবচেয়ে দীর্ঘ আলোচনার এ বিষয়টি কিছুটা জ…


এছাড়া এমনও হতে পারে, কবিতার ভাবে কোন কিছুকে প্রতিষ…


অলঙ্কারে অর্থালঙ্কার নিয়ে আলোচনার কমতি নেই । কবিতা…


(সমাপ্ত)

0 comments:

Post a Comment